রম্য ছড়া - ছাগল কান্ড
প্রকাশ: ১ জুলাই ২০২৪, ১৬:২৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:০০
ছাগল কান্ড
ইভা আলমাস
ছাগল ছাগল করিসনে ভাই
ছাগল বড় খতরনাক
এই ছাগলের জ্ঞাতিগুষ্টি
অতিসত্বর নিপাত যাক।
ছাগল খেলে পাগল হবি
কেশ হবে সব ন্যাড়া
জায়গা-জমি-জায়েদাদে
খাবি ভিষণ প্যারা।
ছাড়তে হবে ব্যবসাপাতি
চাকরি বাড়ি গাড়ি
তাইতো বলি খাসনে ছাগল
নিসনে ভুলেও বাড়ি....
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত