৬ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪, ১৬:৪২ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৫

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। ভারতও বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে পূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট পার্সপোর্ট-ভিসাধারীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন বলে জানা গেছে। স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ সহ উভয় দেশের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে ৯ অক্টোবর (বুধবার) সকাল ৯টা থেকে ১৪ অক্টোবর (সোমবার) বিকেল ৬টা পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন সহ ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে আবারো সচল হবে এই স্থলবন্ধরের কার্যক্রম।

বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, ৯ অক্টোবর থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক ৯ অক্টোবর থেকে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটি শেষে পূর্বের ন্যায় বন্দর সচল হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, দূর্গাপূজার ছুটিতে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় বন্দর ও ইমিগ্রেশন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল এবং ভুটানের বিভিন্ন প্রকার পণ্য আনা নেওয়া হয়ে থাকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত