৩ হতে ১৭ বছর বয়সীদের জন্য সিঙ্গেল ডোজের টিকা আনল ইরান
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫
ইরানে কম বয়সীদের জন্য সিঙ্গেল ডোজের ৬০ লাখ টিকা এসে পৌঁছেছে। এই টিকা ৩ থেকে ১৭ বছর বয়সীদের দেওয়া হবে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মাদ হাসান কুসিয়ান মুকাদ্দাম আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এসব টিকা আমদানি করা হয়েছে। চীন থেকে টিকা আমদানি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
মোহাম্মাদ হাসান কুসিয়ান মুকাদ্দাম বলেন, টিকা কোন কোম্পানির তা বিবেচনায় না নিয়ে টিকা গ্রহণ দ্রুত সম্পন্ন করতে হবে। ইরানে যেসব টিকা দেওয়া হচ্ছে তার সবই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদপ্রাপ্ত বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, ইরানে করোনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৮ জন। একই সময়ে শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৯২ জন। গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৮০ জনের।
ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসের প্রায় ছয় কোটি টিকা দেওয়া হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত