‘৩৫ প্রত্যাশী’ আটককৃত ১২ শিক্ষার্থীর দ্রুত মুক্তির দাবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৪, ১২:৪১ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩

পুলিশি ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করাকালে পুলিশের হাতে আটক চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ। অবৈধভাবে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। আটক হওয়া অন্য আরেকজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

রোববার (১২ মে) সকালে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। শাহবাগ থানার ওসি (তদন্ত) আরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তাছাড়া বেলা ১২টা দিকে তাদের আদালতে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে গতকাল ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একজন পথচারী হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ১২টার দিকে তাদেরকে আদালতে হাজির করা হবে।

এদিকে আটককৃতদের দ্রুত মুক্তির দাবিতে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করে ৩৫ প্রত্যাশীরা। এসময় তারা রাত ১০টার মধ্যে তাদের মুক্তি না দিলে অনশনের ঘোষণা দেয়। এরই জের ধরে গতকাল রাত ১০টা থেকে অনশনে বসে শিক্ষার্থীরা। আজকেও তারা রাজু ভাস্কর্যের সামনে অনশন করেন।

এর আগে গতকাল বেলা ১১টা থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার জন্য চূড়ান্ত ছাত্র সমাবেশ করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। পরে বেলা আড়াইটার দিকে শাহবাগে পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করতে চাইলে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে এবং ১৩ জনকে আটক করে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত