২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালানোর আশা মালিকদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ২০:৫৩ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৬

কঠোর লকডাউন শেষ হচ্ছে ২৮ এপ্রিল। এরপর আর কঠোর লকডাউনে যাবে না সরকার, এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী রবিবার (২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা থাকবে।

এ পরিস্থিতিতে পরিবহন মালিকেরাও আগামী ২৯ এপ্রিল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাস চালাতে চান। 

বাস মালিকরা জানান, তারা সরকারের কাছে বাস চালু করার দাবি জানিয়েছেন। তারা আশা করছেন লকডাউনের এই মেয়াদ শেষে বাস চালু হবে। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ শুক্রবার গণমাধ্যমকে বলেন, ‘আমরা বাস চালুর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং সচিবের সঙ্গে আলাপ করেছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ২৮ এপ্রিলের পর থেকে বাস চালাতে চাচ্ছি, সেটা বলেছি। এর মধ্যে তারাও সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আশা করছি, ২৯ এপ্রিল থেকে বাস চালাতে পারব।’ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত