২৫ কেজি ওজনের ‘ভোল’ মাছ চার লাখ ৮০ হাজার টাকায় বিক্রি
প্রকাশ: ৮ জুন ২০২২, ০৯:৫৬ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৪১
মাত্র ২৫ কেজি ওজনের একটি ‘ভোল’ মাছ বিক্রি হয়েছে চার লাখ ৮০ হাজার টাকায়। মাহামূল্যবান এই মাছটি রবিবার ধরা পড়েছে বঙ্গোপসাগরে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলের শুঁটকি পল্লীর জেলে শুকুর মীর জালে ধরা পড়ে এটি।এর আগে গত ৬ মার্চ এই জেলে ৩২ কেজি ওজনের আরো একটি ভোল মাছ পেয়েছিলেন। সেটি বিক্রি হয়েছিল দুই লাখ ২৪ হাজার টাকায়। এই জেলের বাড়ি বাগেরহাটের রামপাল।বঙ্গোপসাগরে জেলে শুকুর মীরের জালে ধরা পড়েছে ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি ভোল মাছ । রবিবার দুপুরে দুবলার আলোরকোল থেকে প্রায় ২০ কিলোমিটার দুরবর্তি সাগরে ২৫ কেজি ওজনের এ সামুদ্রিক মাছটি ধরা পড়ে । দুবলার আলোরকোল মৎস্য আড়তে নিয়ে আসা মাছটি ক্রয় করেন খুলনার মাছ ব্যাবসায়ী সম্রাট । প্রতি কেজি মাছের মূল্য দাড়িয়েছে ১৯ হাজার ২০০ টাকা।
দুবলায় রামপাল মৎস্য ব্যাবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের জানান, ইদানিং অনেক জেলের জালে অতিমূল্যবান প্রজাতির এ ভোল মাছ ধরা পড়ছে । দামী এ মাছ পেয়ে জেলেরা বেজায় খুশি । আড়াই থেকে ৬ লাখ টাকায় একেকটি মাছ বিক্রি হচ্ছে ।
বাগেরহাটের রামপালের জেলে শুকুর মীর জানান, সাগরে বার বার ঝড়-জলোচ্ছাসের কবলে পড়ে এ বছর তারা অনেক খারাপ অবস্থায় ছিলেন। সিজন শেষে মূলধন নিয়ে বাড়ি ফেরাই ছিলো কস্টকর । হঠাৎ তার জালে পর পর দুটি মূল্যবান মাছ ধরা পড়ায় তিনি সহ তার সাথী জেলেরা লাভবান হয়েছেন । তিনি ধার দেনা পরিশোধ করতে পারবেন। এজন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
পূর্ব সুন্দরবনের দুবলা জেলেপল্লীর ভারপ্রাপ্ত ফরেষ্ট অফিসার প্রহলাদ চন্দ্ররায় মুঠোফোনে জানান, গত কয়েক দিনে বেশ কিছু ভোল মাছ ধরা পড়েছে জেলেদের জালে। এ মাছ অনেক মূল্যবান। একটি পুরুষ ভোল মাছের প্রতি কেজির দাম ২৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত