২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ভাঙ্গায় আলোচনা সভা
প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১৯:২৮ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:২৯
ফরিদপুরের ভাঙ্গায় ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজার সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাইফুর রহমান মিরন।
স্মরন সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী, আওয়ামীলীগ ও শ্রমিক নেতা জনাব ফাইজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ, দপ্তর সম্পাদক সিএম শামীম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান লিটু, নাছিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হাসেম খান,ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ২০০৪ সালের ভয়াবহ গ্রেনেড হামলায় তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও গ্রেনেড হামলায় মারাত্মক আহত ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার নৌকা তথা আওয়ামীলীগের কান্ডারী, গন মানুষের নেতা প্রবীন রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব কাজী জাফর উল্লাহ সহ আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত