২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৯:৩২ |  আপডেট  : ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:২০

রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া এর নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অংশ গ্রহণে গত রবিবার বিকালে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনার পাদদেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাকিবুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, সহ সভাপতি জয়নুল আবেদীন, সাইফুল ইসলাম সেলিম, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, জাহাঙ্গীর হাসান, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলী, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, আলতাব হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার রানী, যুব মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসনা পারভীন মুক্তি, সম্পাদিকা সোমা সরকার, ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ সরকার, সুশান্ত সরকার, সাধারন সম্পাদক আশিকুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফেরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত