১২ দফা বাস্তবায়নে ভাঙ্গায় নির্মাণ শ্রমিকদের দাবী দিবস পালন
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ১৮:০৬ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৭
দুনিয়ার মজদুর এক হও শ্লোগান সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) শাখা অফিসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ইনসাব ভাঙ্গা শাখার সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনসাব ভাঙ্গা শাখার উপদেষ্টা সাংবাদিক মামুনুর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আবু তালেব মিয়া, যুগ্মসম্পাদক মণির হোসেন, আব্দুল লতিফ মিয়া, ফেরদৌস হোসেন, তয়েব আলী, রাজু শিকদার, ছোটন শেখ প্রমুখ।
এসময় নির্মাণ শ্রমিকদের নুন্যতম মুজুরী সন্তোষজনকভাবে বৃদ্ধি করা, ভবন নির্মাণের ক্ষেত্রে উপযুক্ত কর্মপরিবেশ, নির্মাণ শ্রমিকদের জন্য পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত, ঢাকা শহরে থানা ও ওয়ার্ড ভিত্তিক এবং জেলা ও উপজেলা পর্যায়ে নির্মাণ কলোনি স্থাপন করে সুলভ মুল্যে দীর্ঘমেয়াদি লিজ প্রদানের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের বাসস্থান নিশ্চিত করাসহ ১২টি দাবীর প্রতি বক্তারা তুলে ধরেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত