১০ তলার নকশার অনুলিপি, নেই রাজউকের কোনো সিল বা কারও স্বাক্ষর
প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ২৩:৩২ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৮
ঢাকার সিদ্দিকবাজারের যে ভবনে বিস্ফোরণ হয়েছে, সেটি শুরুতে ছিল তিনতলা। ভবনটি কীভাবে সাততলা হলো, সেটার আদৌ রাজউকের অনুমোদন আছে কি না, সেটা এখনো রাজউকের অজানা। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত রাজউকের প্রধান কার্যালয়ে তল্লাশি করেও এ–সংক্রান্ত নথি পাওয়া যায়নি।
তবে মালিকপক্ষের কাছ থেকে দুই রকম নকশার দুটি অনুলিপি পুলিশ ও রাজউকের হাতে এসেছে। একটি নকশা বলছে, ভবনটি ৫ তলা এবং বাণিজ্যিক। অপর নকশা অনুযায়ী, ভবনটি ১০ তলা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্র বলছে, ১০ তলার নকশার যে অনুলিপি পাওয়া গেছে, তাতে রাজউকের কোনো সিল বা কারও স্বাক্ষর নেই। ৫ তলা ভবনের নকশার যে অনুলিপি, তাতে রাজউকের অথরাইজড অফিসারের স্বাক্ষর আছে, তাতে তারিখ অস্পষ্ট, সাল ১৯৮৩ লেখা। এটাতে একটা স্মারক নম্বর উল্লেখ আছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত