হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রকাশ: ১৫ মে ২০২২, ১৯:৫৭ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৩
টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান গেমস বাছাই হকির সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। গত বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।
বাংলাদেশের জয়সূচক গোলটি করেছেন দ্বিতীয় কোয়ার্টারে রকিবুল হাসান রকি। বাংলাদেশ প্রথম দুই ম্যাচে ইন্দোনেশিয়া ও শ্রীলংকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে খেলা ও এই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছিল।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের প্রয়োজন ছিল ড্র। এমনকি কম ব্যবধানে হারলেও সমস্যা হতো না।
তবে বাংলাদেশ জিতেই প্রথম লক্ষ্য অর্জন করেছে। সেমিফাইনালে কোন দলের বিপক্ষে খেলবে তা এখনো নিশ্চিত নয়। উজিবেকিস্তান কিংবা থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হতে পারে সেমিফাইনাল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত