হ্যাটট্রিক জয়ের পর এবার পয়েন্ট খোয়ালো বার্সেলোনা
প্রকাশ: ১৬ মে ২০২২, ১১:০৬ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২০:০০
একই রাতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা-লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এই দুই দলকেই রুখে দিয়েছে কাদিজ ও গেতাফে। কাদিজের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল আর গেতাফের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বার্সেলোনা।
লা লিগায় নিজেদের শেষ তিন ম্যাচে পূর্ণ পয়েন্ট অর্জনের পর গেতাফের মাঠে বিবর্ণ ম্যাচ উপহার দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিলো বার্সা। রোববার রাতে স্বাগতিক গেতাফের মাঠে নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড় ছাড়া খেলতে নেমে ভুগতে হয় জাভির দলকে।
চলতি মৌসুমের রানার্সাপ বার্সেলোনা ৩৭ ম্যাচে অর্জন করেছে ৭৩ পয়েন্ট। এতে আগামী মৌসুমে স্প্যানিশ সুপার কাপ খেলা নিশ্চিত করলো কাতালানরা। আর এর আগেই সেরা চারে থাকায় নিশ্চিত করে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে বার্সেলোনা।
প্রতিপক্ষে মাঠে আক্রমণে বিবর্ণ ছিল বার্সা। পুরো ম্যাচে বল দখলে ৭২ ভাগ থাকলেও মাত্র পাঁচটি শট নিতে পেরেছে অবামেয়াংরা। যার মাত্র একটি লক্ষ্যে ছিল। গেতাফে নয় শটের তিনটি লক্ষ্যে রেখেছিল। আগামী ২২ মে লিগের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মুখোমুখি হবে বার্সেলোনা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত