হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী গ্রেফতার
প্রকাশ: ২১ মে ২০২১, ২১:৫৫ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩২
রাজধানীর বারিধারা থেকে হেফাজত নেতা মুফতি মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সংগঠনটির বিলুপ্ত কমিটির অর্থ সম্পাদক ছিলেন।
শুক্রবার (২১ মে) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান হেফাজতের এই নেতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাসেমী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের মামলা, নারায়ণগঞ্জে মামলা ও সম্প্রতি নাশকতাসহ বিভিন্ন বিভিন্ন অভিযোগ রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত