হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের প্রমাণ পায়নি তদন্ত কমিটি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১১:২৯ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:২১
বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের গণিত ও বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের প্রমাণ পায়নি তদন্ত কমিটি। এক সদস্যের এই কমিটির দায়িত্বে থাকা সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার জানিয়েছেন, তদন্তে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন।
অধ্যাপক আব্দুল হাই বুধবার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
তদন্ত কমিটির একমাত্র সদস্য অধ্যাপক হাই বলেন, গত ১১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে আমাকে ঘটনাটি তদন্তের জন্য পাঁচ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়। গত ১২, ১৩, ১৮ ও ১৯ এপ্রিল আমি ঘটনার তদন্ত করেছি। এসময় মামলার বাদী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিদ্যালয়ের শিক্ষক ও দশম শ্রেণির যে শিক্ষার্থীদের সঙ্গে হৃদয় চন্দ্র মণ্ডলের কথা কাটাকাটি হয়েছিল তাদের সঙ্গেও কথা বলেছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত