হিন্দু-মুসলিম মিলেমিশে শান্তিতে থাকবো আমরা : মোশারফ হোসেন

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, হিন্দু-মুসলিম মিলেমিশে শান্তিতে থাকবো আমরা। এদেশের হিন্দু-মুসলিম সবারই একটা পরিচয় বাঙালি। তাই হিন্দু-মুসলিমের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। এদেশের সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করে  আসছি। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের হলেও সকল ধর্মের মানুষ দুর্গাপূজা মন্ডপে আসে। এইতো আমাদের বাঙ্গালী জাতির রীতিনীতি। যারা হিন্দু-মুসলিমের মধ্যে দূরত্ব তৈরি করতে চায় তারা কখনও দেশ ও জাতির ভালো চায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। 

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশবাসীকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। যাতে দেশের ব্যাপক উন্নয়ন হয় এবং দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। এটাই হবে আমাদের মূল লক্ষ্য। 

শনিবার (১২ অক্টোবর) রাতে নন্দীগ্রাম হিন্দুপাড়া রাধাগোবিন্দ মন্দির বারোয়ারী দুর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি আকাশ কুমার কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভজন কুমার মহন্তের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন। পরে আলহাজ্ব মোশারফ হোসেন তার ব্যক্তিগত তহবিল থেকে রাধাগোবিন্দ মন্দির দুর্গাপূজা মন্ডপ কমিটিকে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদানসহ উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। 

তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, বিএনপি নেতা সুশান্ত কুমার সরকার শান্ত, আব্দুল বারী বারেক, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুলতান মাহমুদ, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ। 

এছাড়াও আলহাজ্ব মোশারফ হোসেন দিনে ও রাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত