হাসিনার বিচারের দাবিতে বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

  মোঃ ইউনুস

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৬ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:৪২

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গনহত্যাকারি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বোয়ালখালী উপজেলা শ্রমিকদল এর আহবায়ক মোহাম্মদ আকরাম হোসেন দুলাল ও সদস্য সচিব আবদুল সত্তার এর নেতৃত্বে বোয়ালখালী আরাকান সড়কে (২৬ অক্টোবর) শনিবার দুপুরে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদল এর অর্থ সম্পাদক সৈয়দ দিদারুল আলম লিটন,পৌরসভা শ্রমিকদল এর সাবেক আহবায়ক মোহাম্মদ হারুন,বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ, উপজেলা শ্রমিকদল এর যুগ্ন আহবায়ক মোহাম্মদ জানে আলম,মোহাম্মদ আবুল মনছুর,মোহাম্মদ সাইফুল,সারোয়ার, আজাদ, মানিক,জসিম ড্রাইভার, আশরাফুল ইসলাম মামুন, মোঃ আলমগীর, মোঃ বেলাল হোসেন, মোজাম্মেল হোসেন বাবু, মনিরুল ইসলাম ডালিম, ইমরান বাবলু, সিদ্দিক আজাদ রিহাদ,জাবেদ, মোঃ করিম, আলাউদ্দিন মোহাম্মদ নাজিম উদ্দিন,মোহাম্মদ রোকন,মোহাম্মদ রুবেল,মোহাম্মদ আজাদ,আবুল হোসেন মানিক, সুমন ইসলাম,মুসলিম,মোহাম্মদ তৌহিদুল ইসলাম আবিদ,মোহাম্মদ রবিউল হোসেন, শেখ আহম্মদ,১/এখলাছ মিয়া,মো: কামাল,মো,তসিব,মো সানজু,মো,রুবেল, মো রানা,মো রাকিব,তারেক, আবু তৈয়ব, মো রাকিব, মো তাবেল, মো হামিদ,মো ফয়সাল,জিসান,মো বাপ্পি,মো মনির, মো সায়েম,মো তোরাব,নাঈম উদ্দিন, মাহিম,মো আশ্রাফ,তসিব। এরশাদ,ইয়াকুব রানা,আমুন্নুর ড্রাইভার আবছার. টিপু. মিন্টু. রুবেল.আনোয়ার.সাদ্দাম প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত