হাসপাতালে ভেন্টিলেশনে বুদ্ধদেব ভট্টাচার্য, সাড়া দিলেও সংকট কাটেনি

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১২:২৫ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১২:২২

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও সংকট এখনো কাটেনি। তাঁর ফুসফুস ও শ্বাসনালিতে সংক্রমণ রয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

শ্বাসকষ্টে আক্রান্ত হলে গতকাল শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গতকাল রাতে তাঁর বুকের এক্স–রে করা হয়। তবে রিপোর্ট ভালো আসেনি। খেতে পারছিলেন না। আজকে তাঁকে নল দিয়ে খাওয়ানো হয়। তাঁকে দেওয়া হচ্ছে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক।

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আজ রোববার সকালে হাসপাতালে যান সিপিএম নেতা বিমান বসু, সূর্যাকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীসহ দলটির অন্য নেতারা। হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার পর বিমান বসু সাংবাদিকদের বলেন, ‘বিপদ এখনো কাটেনি। তবে বর্তমানে কিছুটা সাড়া দিচ্ছেন।’

বুদ্ধদেব ভট্টাচার্য টানা পাঁচ দশক বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সিপিএমের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ পলিটব্যুরোর সদস্য ছিলেন। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এ ছাড়া একজন কবি–সাহিত্যিক হিসেবেও পরিচিতি আছে তাঁর।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত