হামাস নেতা হত্যা উদ্বেগজনক ঘটনা :জাতিসংঘ প্রধান
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪, ১২:১২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭
জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস বৈরুতে হামাসের ডেপুটি নেতাকে হত্যার বিষয়টিকে উদ্বেগজনক ঘটনা হিসেবে দেখছেন। সেখানে ইসরাইল এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘ মুখপাত্র এই কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
গুতেরেসের সহযোগি মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো বলেন, ‘অবশ্যই এই হামলার ঘটনা প্রবাহ অত্যন্ত উদ্বেগজনক। আমি মনে করি বিস্তৃত এই অঞ্চলে (ইসরায়েল-ফিলিস্তিন) সংঘর্ষের বিপদ সম্পর্কে জাতিসংঘ মহাসচিব যা বলেছেন তা সত্যিই অনেক উদ্বেগজনক।’
তিনি বলেন, ‘মহামসচিব সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করার এবং এই অঞ্চলে উত্তেজনা কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।’
তিনি বলেন, গুতেরেস উল্লেখ করেছেন যে, অব্যাহত এই লড়াইয়ে একাধিক কর্তার বড় ধরনের ভুলের ঝুঁকি রয়েছে। ‘আমি মনে করি আমরা এই অঞ্চলের বিভিন্ন অংশে দু:খজনকভাবে এটিই দেখছি। তাই আমরা আবারো সেখানের পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক অঙ্গনের সকল সদস্যকে তাদের অবস্থান থেকে সবকিছু করার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, জাতিসংঘের কাছে এই হামলার ব্যাপারে বিস্তারিত কোন তথ্য নেই।
এদিকে হামাসের একটি সূত্র সিনহুয়াকে জানিয়েছে, হামাস আন্দোলনের উপ-প্রধান সালে আল-আরোরি মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তবে এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোন মন্তব্য পাওয়া যায়নি।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত