হামাসের বন্দিদের মুক্ত করতে কাজ করবে যুক্তরাষ্ট্র
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১৭:০৭ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৩
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, হামাসের হামলার বিরুদ্ধে ইসরায়েলের নিজের প্রতিরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। সোমবার (০৯ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে এ কথা বলেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ব্লিঙ্কেন ইসরায়েলি মন্ত্রীকে আশ্বাস দিয়েছেন, হামাসের বন্দিদের মুক্ত করতে কাজ করবে যুক্তরাষ্ট্র।
হামাসের হাতে জিম্মিদের মধ্যে রয়েছে ইসরায়েলি, ব্রাজিলিয়ান ও মেক্সিকানসহ বিদেশি নাগরিক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, সেখানে ‘সম্ভাব্য’ মার্কিন নাগরিকও বন্দি থাকতে পারেন।
যুদ্ধ বন্ধের প্রচেষ্টার জন্য ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নকে স্বাগত জানিয়েছেন ব্লিঙ্কেন। সেই সঙ্গে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনাকে তিনি বলেছেন, হামাসের সহিংসতা বন্ধ করা আমাদের যৌথ লক্ষ্য।
শনিবার সকালে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় কয়েক শ’ হামাস যোদ্ধা। পাশাপাশি ইসরায়েলে রকেট হামলা চালায় তারা। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী, জারি করা হয়েছে সর্বাত্মক অবরোধ। চতুর্থ দিনেও ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ফিলিস্তিনে সাত শতাধিক ও ইসরায়েলে ৯ শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। হামাস অন্তত ১০০-১৫০ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। উভয় পক্ষে আহতের সংখ্যা আরও কয়েক হাজার।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত