হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে অসন্তোষ ইনকিলাব মঞ্চের
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১৩:৪৬ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯
শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, একজন ওয়ার্ড কমিশনার নাকি হাদিকে গুলি করার নির্দেশ দিয়েছে। তার নির্দেশে ফয়সাল করিম মাসুদ খুন করেছে। এই গল্প তো পাগলেও বিশ্বাস করবে না। এই হত্যার পেছনে একটা পুরো চক্র সক্রিয়। সেখানে রাষ্ট্রীয় ছায়া আছে, রাষ্ট্রযন্ত্র আছে। অথচ চার্জশিটে তাদের নাম নেই। যেই চার্জশিটে মূল চক্র নেই, আমরা সেটা মানি না।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে এসব কথা বলেন আবদুল্লাহ আল জাবের।
আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে বিচার নিশ্চিতের বার্তা দিয়েছি। কিন্তু চার্জশিট দেখে বুঝেছি, সরকার আমাদের বার্তা আমলেই নেয়নি। তারা জনগণকে বোকা মনে করেছে।
হুমকি ও নতুন কর্মসূচির ইঙ্গিত দিয়ে ইনকিলাব মঞ্চের এ নেতা বলেন, এই জনগণ রক্ত দিয়েছে। দরকার হলে রক্ত নিতেও প্রস্তুত। সরকার যদি হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারে আর ভারতীয় আধিপত্যবাদকে বিদায় করতে না পারে, তাহলে পরিণতির সিদ্ধান্ত নেবে জনগণ।
জাবের বলেন, এমন কর্মসূচিও আসতে পারে, যেখানে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করেই আমরা রাজপথ ছাড়বো। এমনকি তাদের পদত্যাগ করিয়ে তারপরই আমরা ঘরে ফিরবো।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত