ত্রি-মূখী লড়াইয়ের সম্ভাবনা

রংপুর-৪ আসনে সৌহাদ্র্যর নির্বাচনী পরিবেশ চায় জনগণ

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১৭:০৮ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৬, ১৩:৫৮

প্রচন্ড শীত উপেক্ষা করে নির্বাচনী উত্তাপ ছরাচ্ছে রংপুর-৪ আসনে। কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনটি। স্বাধীনতার পর রংপুর-৪ আসনটিতে আওয়ামী লীগ ৬বার, জাতীয় পার্টি ৪বার এবং বিএনপি ১বার জয়ী হয়েছে। ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এবং জামায়াতের হেভিওয়েট প্রার্থী আযম খান নির্বাচন থেকে সরে দাঁড়ারিয়ে এনসিপি প্রার্থী আখতার হোসেন কে সমর্থন দেয়ায় এই আসনে নির্বাচনী চিত্র বিভিন্ন রূপ ধারন করেছে। ভোটাররা বলছেন এই আসনে লড়াই হবে ত্রি-মূখী। 

সরেজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, তারা চায় সৎ সাহসী নির্ভীক দুর্নীতি মুক্ত এবং এলাকার উন্নয়নে কাজ করবে তাকেই তারা বেছে নিবেন। প্রতীক বরাদ্দের আগেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ভোটের হিসাব-নিকাশ। তিস্তার চর থেকে শুরু করে চায়ের দোকান-হাটে-ঘাটে-মাঠে সর্বত্রই এখন আলোচনায় কে হচ্ছেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে কে হচ্ছেন পরবর্তী কান্ডারি। বিশ্লেষকরা বলেছেন এবারের নির্বাচনে এই আসনে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে। গদাই গ্রামের ভোটার মন্তব্য করে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপির মনোনিত প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি সাবেক এমপি মরহুম আলহাজ্ব রহিম উদ্দিন ভরসার পূত্র কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা সহজেই নির্বাচনি বৈতরনী পার হবেন। কিন্তু সেখানে বড় বাঁধা হয়ে দায়িছেন জামায়াতের হেভিওয়েট প্রার্থী আযম খান নির্বাচন থেকে সরে দাঁড়ারিয়ে এনসিপি প্রার্থী আখতার হোসেন কে সমর্থন দেয়ায়। অন্য এক ভোটার জানান আওয়ামী লীগ এর নৌকা প্রতীক না থাকায় সেই ভোট গুলো জাতীয় পাটির প্রার্থী আবু নাসের শাহ্ মোঃ মাহবুবার রহমান এর দিকে ঝুকে পড়তে পারে।  বিএনপি সমর্থীত এক ভোটার জানান, হারাগাছ পৌর সভায় যেহেতু এমদাদুল হক ভরসার একচেটিয়া ভোট ব্যাংক রয়েছে এবং দীর্ঘদিন থেকে তিনি মাঠে কাজ করছেন ফলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নবীন প্রার্থী আখতার হোসেন শুনাচ্ছেন নতুন রাজনৈতিক বন্দবস্তের জয়গান। তিনি শাপলা কলি মার্কা নিয়ে রাষ্ট্রের সংস্কার, চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় দেখাচ্ছেন ভোটারদের কাছে। জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংদেশের বিশাল ভোট ব্যাংক শাপলা কলির দিকে ঝুকছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আখতার হোসেন। জয়ের বিষয়ে তারা আশাবাদি। অপর দিকে মরহুম রাষ্ট্রপতি এরশাদ প্রীতির দাবি নিয়ে জাতীয় পার্টি ঘাটি লাঙ্গলে মঙ্গল কামনায় এবং আওয়ামী লীগের ভোটারদের কাছে টানতে আবু নাসের শাহ্ মোঃ মাহবুবার রহমান মাঠে কাজ করছেন। জাতীয় পাটির সমর্থকরাও জয়ের ব্যাপারে আশাবাদি। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠ নতুন রূপে সাজবে। সবমিলিয়ে রংপুর-৪ আসনে ত্রি-মূখী লড়াইয়ের সমভাবনা দেখছেন রাজনৈতিব বিশ্লেষকরা। সাধারন ভোটাররা সৌহাদ্র্যর নির্বাচনী পরিবেশ চায়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত