মাদারীপুর-২ আসনে প্রচারণায় ইসলামী বক্তা মাওলানা আলী আহমদ
শফিক স্বপন, মাদারীপুর
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১৪:০৮ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ সংসদীয় আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন ইসলামী বক্তা মাওলানা আলী আহমদ চৌধুরী। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
নির্বাচন প্রসঙ্গে মাওলানা আলী আহমদ চৌধুরী বলেন,“বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য আমি চেষ্টা করব। অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে আমি আগেও ছিলাম, আগামীতেও থাকব।” তার বক্তব্যে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রচিন্তা, ন্যায়বিচার ও দুর্নীতিবিরোধী অবস্থানের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। দলীয় সূত্রে জানাগেছে, মাওলানা আলী আহমদ চৌধুরী বর্তমানে মাদারীপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে ওয়াজ-মাহফিল, ধর্মীয় শিক্ষা কার্যক্রম ও সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত ইসলামী বক্তা হিসেবেও পরিচিত।
স্থানীয় বাসিন্দারা জানান, ইসলাম প্রচারের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও নৈতিক ইস্যুতে সরব ভূমিকা রেখে আসছেন। একজন স্থানীয় বাসিন্দা সোহাগ হাসান বলেন,“তিনি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধ তিনি সবসময় বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন।”
পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আলী আহমদ চৌধুরীর পূর্বপুরুষরা এই অঞ্চলের জমিদারি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দাদা জি ডব্লিউ চৌধুরী পাকিস্থান আমলে যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তাঁর এক ফুফা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পারিবারিক রাজনৈতিক ইতিহাস তাঁর পরিচিতি ও আলোচনায় বাড়তি মাত্রা যোগ করেছে।
বর্তমানে মাদারীপুর-২ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে প্রচার- প্রচারণা জোরদার হচ্ছে। মাওলানা আলী আহমদ চৌধুরী ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে উঠান বৈঠক ও জনসংযোগে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত