হাওয়া ওঠে
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১৪:৪৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫
সুনীল শর্মাচার্য
-----------------------
হাওয়া ওঠে কৃষ্ণচূড়ায়,মাঠ দিগন্তের পাশে
গাছের ডালে লতায়পাতায় দুরন্ত পলাশে।
হাওয়া ওঠে ঋতুর খেলায় বাংলাদেশে জানি,
কালবোশেখির মধ্যে ফোটে সুন্দরী মুখখানি।
হাওয়া ওঠে এলোমেলো,রোদের ঝিলিক ভাসে
সেই রোদে,যা পাড় বুনে দেয় কালোমেঘের পাশে
হাওয়া ওঠে কাশের গুচ্ছে,নদী, গভীর বনে
হাওয়া ওঠে টলমলে নীল আশ্বিন-গগনে।
খালে ও বিলে হাওয়া ওঠে, নৌকোর ছবি খুঁজি
শিউলি ফুলের সঙ্গে ঝরে শুকনো পাতা বুঝি!
হাওয়া ওঠে ভোরবেলাকার শিশির-ভেজা ঘাসে
হিমের ছোঁয়ায় থমকে যাওয়া হেমন্ত-বাতাসে।
হাওয়া ওঠে মন আনমনা, হঠাৎ স্বপ্ন দেখা,
যেখানে আকাশ-প্রদীপ জ্বেলে প্রহর জাগে একা
হাওয়া ওঠে শীতের রাতে,হাড়-কাঁপানো ভোরে
মায়ের হাতে সেলাই করা নকশি-কাঁথার ফোঁড়ে।
হাওয়া ওঠে মন্দ-মৃদু, দূর গাঁয়ের সীমানায়,
নদীর জলে মাঘ-সন্ধ্যার হালকা কুয়াশায়।
হাওয়া ওঠে ফাগুন মাসের অগ্নিবর্ণ ফুলে,
ঋতুরাজের রঙিন লালে টকটকে শিমুলে।
চারদিকে চোখ,তাকাই দেখি, সূর্য ছবি আঁকে,
ঋতুর বাহার বিচিত্র রূপ,বাংলা ধরে রাখে!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত