হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৩ তম প্রতিষ্ঠা বার্যিকী উদযাপন
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১১:৩৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে সোমবার বিদ্যালয়ের অফিস কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে বিদ্যালয়ের ১০৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রবেশ অংশে বর্ণিল সাজে সাজানো হয়। সন্ধ্যা ৭ টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে কেক কেটে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অলক কুমার মিত্র, সাধারণ সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল শাহাবুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সমিতির সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন খান, রফিকুল ইসলাম, শাজাহান খান সাজু, আবুল বাসার খান,সাইদুর রহমান, জাকির হোসেন, কাজী আরিফ, গোপাল চন্দ্র পাল, খোরশেদ আলম, লিংকন হাওলাদার, মামুন খান, মানিক মিয়া, রাশেদুল ইসলাম, জসিম মোল্লা পল্টু, শাহীন কাদির, সাজু বেপারী, মেহেদী, ইভা আক্তার, অপু ঘোষ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত