হঠাৎ হাসপাতালে ভর্তি পরীমনি, চাইলেন দোয়া  

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১০:৩৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি।বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি পরী নিজেই নিশ্চিত করেছেন।

পোস্টে ভিডিও দিয়ে ক্যাপশনে পরীমনি লেখেন— ‘আমার জীবনের শান্তি! বাজান আমি তোমাকে পেয়ে ধন্য! আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হলো। দোয়া করবেন।’

ভিডিওতে দেখা যায়, ছেলে রাজ্যের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমনি। এ সময় রাজ্য অসুস্থ মায়ের হাতে দেওয়া ক্যানোলাতে ফুঁ দিয়ে মাকে সুস্থ করার চেষ্টা করছে।

এ ছাড়া একপর্যায়ে পরী ছেলে রাজ্যকে ঘুমানোর জন্য ‘খোকা ঘুমাল, পাড়া জুড়াল, বর্গী এলো দেশে’ ছড়া আবৃত্তি করে শোনায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত