হঠাৎ স্যুট পরে পুলে নেমে যা বললেন ওয়াসিম আকরাম
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১১:৫৩ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:০৬
পরনে সাদা শার্ট। তার ওপর পর কালো স্যুট। এসব পরেই সুইমিং পুলে নেমে গেলেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ওয়াসিম আকরাম। বিষয়টি চমকে দেওয়ার মতোই। যদিও পাকিস্তানি তারকা কাজটি করেছেন অন্য কারণে। মূলত পুরোনো রাগ উগরে দিতেই কাজটি করেন ওয়াসিম আকরাম।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে সুইমিং পুলের ভিডিওটি পোস্ট করেন ওয়াসিম। ক্যাপশনে লেখেন, ‘গরিব ও মূর্খের মতামত কখনই নেওয়া উচিত নয়।’
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, এর আগেও সুইমিং পুলের নামার একটি ভিডিও পোস্ট করেছিলেন ওয়াসিম। সেই ভিডিও দিয়ে ট্রলের শিকার হন পাকিস্তানি তারকা। ওই ভিডিওতে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘খালি গায়ে পুলে গোসল করছেন, আপনার লজ্জা করে না।’
মূলত ট্রলকারীদের জবাব দিতেই এবার স্যুট পরে পুলে নেমে গেলেন সাবেক এই তারকা ক্রিকেটার। এবারের ভিডিওতে ওয়াসিম আকরাম বলেন, ‘গত বছরের আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম। তখন অনেকে আমাকে লিখেছেন, আপনার কি লজ্জা নেই এভাবে সুইমিং পুলে নেমেছেন। এখন আপনারা খুশি? এখন আমি তিন পিসের স্যুট পরে সুইমিং করতে নেমেছি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত