হক কিচেনের শতাধিক এতিম শিশু ও মাদরাসার ছাত্রদের মেহমানদারি
প্রকাশ: ২৩ জুন ২০২১, ০৮:০৫ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:০২
লৌহজং উপজেলার মাওয়ায় সদ্য চালু হওয়া হক কিচেন এন্ড রেসিডেন্সি রেস্টুরেন্টে মঙ্গলবার দুপুরে মেদিনীমণ্ডল কুরআনিয়া মাদ্রসার এতিম শিশু, শিক্ষক ও ছাত্রদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। ভবনের পাঁচ ও ছয় তলা থেকে পদ্মা নদী এবং পদ্মা দৃশ্যমান। এমন একটি রেস্টুরেন্টে বসে উন্নত মানের খাবার খেতে পেরে দরিদ্র ছাত্ররা ভীষণ খুশি।
রেস্টুরেন্টের মালিক রাশেদুল হক মুন্না জানান, আল্লাহপাকের অশেষ রহমতে মাদরাসার শতাধিক শিক্ষক, এতিম ও সাধারণ ছাত্রদের মেহমানদারি করতে পেরে তৃপ্তি পাচ্ছি। কারণ, সারা বছর ব্যবসা করতে পারবো, কিন্তু এসব দরিদ্র মানুষকে খাওয়ানোর সুযোগ না-ও পেতে পারি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত