স্বাধীন দেশের ছবি

  বিচিত্র কুমার 

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১৯:১২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:১৪

খোকা এঁকেছে রঙতুলিতে
স্বাধীন দেশের ছবি,
পাক-হানাদার যাচ্ছে চলে
উদয় হচ্ছে রবি।

কৃষক-শ্রমিক গাইছে
দুঃখ-সুখের গান,
নীল আকাশে পাখিগুলো
জুড়ায় দেহপ্রাণ।

কউবা উড়ায় বিজয় নিশান
কত না হেসে খেলে,
পাতি হাঁসেরা সাঁতার কাটে
ভেসে ভেসে জলে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত