অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২১:১৫ | আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০০:৩৮

অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান (শ্রীনগর সার্কেল) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে মুন্সিগঞ্জের বার্তা। বুধবার দুপুরে শ্রীনগর অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি দল বিভিন্ন উদ্যোগের বিষয়ে কর্মকর্তাকে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল এর নেতৃত্বে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের লিমন, শ্রীনগর থানার ডিজিটাল প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ, স্টাফ রিপোর্টার শেখ আসলাম প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত