দি হাঙ্গার প্রজেক্টে এর রংপুরে পিস অ্যাম্বাসেডরস নেটওর্য়াক গঠন 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২১:৪১ |  আপডেট  : ২৩ অক্টোবর ২০২৫, ০০:৪৬

সংঘাত নয় শান্তি ও সম্প্রতির বাংলাদেশ গড়ি শ্লোগান কে সামনে নিয়ে দি হাঙ্গার প্রজেক্টে এর আয়োজনে বুধবার রংপুরে দি ক্যাসপিয়া হোটেল কমনফারেন্স রুমে পিস অ্যাম্বাসেডরস নেটওর্য়াক (প্যান) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

রংপুরে পিস অ্যাম্বাসেডরস নেটওর্য়াক (প্যান) গঠন বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট ঢাকা অফিসের প্রশিক্ষণ বিভাগের সমন্বয়কারী ড. নাজমুন নাহার নুর লুবনা। বক্তব্য রাখেন এরিয়া কো-অর্ডিনেটর (মিম প্রকল্প) রাজশাহী অঞ্চল এসএম শফিকুর রহমান, রংপুর অফিসের রাজেস দে, ফরিদা ইয়াসমিন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কাউনিয়া উপজেলা কমিটির সমন্বয়ক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, অ্যাম্বাসেডরস ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, অ্যাম্বাসেডরস ও জেলা মহিলা দলের সম্পাদিকা রওশানারা রতনা, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ফুলছড়ি উপজেলা কমিটির সমন্বয়ক মোঃ শামসুজ্জোহা বাবলু প্রমূখ। সভায় গাইবান্দা জেলার তিনটি ও রংপুর জেলার দুইটি মোট ৫টি পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এর ২৫জন অংশ গ্রহন করেন। আলোচনা শেষে ৫সদস্য বিশিষ্ট্য পিস অ্যাম্বাসেডরস নেটওর্য়াক (প্যান) গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যগণ সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত