স্বাধীনতা দিবস উপলক্ষে শিবগঞ্জ দোপাড়া স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ১২:৫০ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:১০
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পোষাক বিতরণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে অত্র স্কুল আয়োজনে স্কুল মাঠে স্কুলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বকুলের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ইং উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পোষাক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বিভিন্ন খেলাধুলা প্রতিযোগীতা অংশ গ্রহণ কারি যে সকল শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে তাদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচক হিসাবে বক্তব্য রাখেন, সফল মেয়র শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক৷ তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের বলেন, মোবাইল ফোন ব্যবহার না করা ও জি-বাংলা সিরিয়াল না দেখা। মোবাইল ফোন ও জি-বাংলা সিরিয়াল শিক্ষার্থীদের ধ্বংসের দিকে ঠেলিয়ে দিচ্ছে তিনি বলেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খ.ম.শামছুদ্দোহা শামীম। পরে দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথী মেয়র তৌহিদুর রহমান মানিক।
এ সময়ে উপস্থিত ছিলেন, টি এম আব্দুল হামিদ, শিক্ষক মুনছুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, ওয়াদুত খন্দকার, মোঃ মিজানুর রহমান, মোঃ জাহেদুর রহমান জাহিদ, ইউপি সদস্য ইমরান নাজির,মহিলা সদস্য শ্যামলী আক্তার ডলি প্রমূখ
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা খন্দকার আল-এমরান, কেয়ার সদস্য দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয়৷
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত