স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১৪:০৩ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭
বগুড়ার শিবগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তন হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয়, ক্যাপ ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্ এমপি'র নিজস্ব আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ফকির, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক এরফান আলী।উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইমা আক্তার, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন, এসকেন্দার আলী সাহানা, আবু জাফর মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সন্তোষ কুমার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত