স্বপ্নে বারবার ধর্ষণ করেছেন তান্ত্রিক, অভিযোগ নিয়ে থানায় মহিলা!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২১, ১০:২১ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯

স্বপ্নে এক নারীকে নাকি বারবার ধর্ষণ করেছেন এক তান্ত্রিক, অবাক করা ঘটনা হলেও এমনই এক অভিযোগ থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে সম্প্রতি। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের অরঙ্গাবাদ জেলার কুডওয়া থানা এলাকায়। 

জানা গেছে, কয়েক মাস আগে ওই নারীর ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আর এরপরই ছেলেকে নিয়ে তিনি তান্ত্রিক প্রশান্ত চতুর্বেদীর কাছে যান। তান্ত্রিক ওই নারীর ছেলের সুস্থতায় বেশ কিছু মন্ত্র পড়তে এবং আচার মেনে চলার নির্দেশ দেন। কিন্তু তাতে কাজ হয়নি, ১৫ দিন পরই ছেলেটি মারা যায়। 

তারপর ওই তান্ত্রিকের কাছে গিয়ে ছেলের মৃত্যুর কারণ জানতে চান ওই নারী। অভিযোগ, সেদিনই তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিলেন ওই তান্ত্রিক। কিন্তু কোনও প্রকারে রক্ষা পান তিনি।

ওই নারীর অভিযোগ, এরপর থেকেই চতুর্বেদী তার স্বপ্নে আসছেন এবং বারবার তাকে ধর্ষণ করছেন। থানায় তিনি এমনই অভিযোগ জানিয়েছেন। অভিযোগের পরই পুলিশ ওই তান্ত্রিকের খোঁজ করে তাকে জেরা করে। তবে ওই তান্ত্রিক বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, অভিযোগকারী ওই নারীকে তিনি চেনেনই না। পরে উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় ওই তান্ত্রিককে ছেড়ে দেওয়া হয়। 

সূত্র : আজকাল, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত