স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১৫:৫৫ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:৩৭
গ্রেফতার আলী আজগর আকন
চট্টগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে আলী আজগর আকন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (২৮ আগস্ট) ভোরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন দক্ষিণ রাজপাশা এলাকার এসকেন্দার নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলী আজগর পেশায় রিকশাচালক। তিনি ভান্ডারিয়ার রাজপাশা এলাকার মকবুল আকনের ছেলে।
র্যাব জানান,‘গত ২৫ আগস্ট রাত ১০টার দিকে স্ত্রী শিরিন আকতারের সঙ্গে স্বামী আলী আজগর আকনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আলী আজগর তার স্ত্রীকে মারধর করেন। পরে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। নিহত শিরিন আকতার নগরীর ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তারা ইপিজেড এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন এবং তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় পরদিন ২৬ আগস্ট নিহতের মা বাদী হয়ে ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫। মামলা দায়ের করার চব্বিশ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত