স্কুল ছাত্রীকে হত্যার বিচারের দাবীতে আদমদীঘিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল), আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ১৯:৪৭ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর স্কুল পড়ুয়া মেধাবী ছাত্রী ফারজানা হত্যার বিচারের দাবীতে সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সান্তাহার-জয়পুরহাট সড়ক অবরোধ করেন ওই বিদ্যালয়ের ছাত্রীরা। প্রায় তিন ঘন্টা যাবৎ সান্তাহার-জয়পুরহাট সড়ক অবরোধ করে রাখে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। 

উল্লেখ্য, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের হারদাম গ্রামের ফেরদৌস আলী প্রথম স্ত্রী মোরশেদা বেগমের সাথে বুনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে ফারজানার বাবা ফেরদৌস আলী শিল্পী বেগম নামের অন্য এক নারীকে বিয়ে করে ঘর সংসার করতে থাকে। বিয়ের পর থেকে তাদের সংসারে নানা প্রকার ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত ১৭ আগস্ট বুধবার দুপুরে তার বাবা ফেরদৌস আলী তার মেয়ে ফারজানাকে খুঁজতে গিয়ে শয়ন ঘরে ওড়না ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ফারজানার লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে তার সৎ মা শিল্পী বেগম পালিয়ে গেছে।স্কুল ছাত্রীর মা মোরশেদা বেগম বাদী হয়ে ঘটনার দিনে রাতেই নিহত ফারজানার সৎ মা শিল্পী বেগম ও তার পূর্বের পক্ষের ছেলে শাওনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করেন, স্কুল ছাত্রী ফারজানাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের তীরের সাথে ঝুলিয়ে দেয় সৎ মা ও সৎ ভাই। এদিকে মামলা দায়েরের ৬ দিনে আসামীদের গ্রেপ্তার করতে না পারায় ফুঁসে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এলাকার সর্বস্তরের জনগণ।

এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক তারেক হোসেন বলেন, আসামীদের গ্রেপ্তারের জোর তৎপরতা চালানো হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত