স্কটল্যান্ডে বিক্রম দোরাইস্বামীকে গুরুদুয়ারায় প্রবেশে বাধা, ভারতের উদ্বেগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৩, ১১:২৮ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯

যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে স্কটল্যান্ডে গ্লাসগোতে একটি গুরুদুয়ারায় ঢুকতে দেয়া হয়নি। তাকে সেখানে ঢুকতে বাঁধা দিয়েছে খালিস্তান আন্দোলনের সমর্থক নেতাকর্মীরা। এরই মধ্যে এ ঘটনায় যুক্তরাজ্যের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শনিবার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিক্রম দোরাইস্বামীকে স্কটল্যান্ডের ওই গুরুদুয়ারা পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণেই তিনি গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্কটল্যান্ড সফরে যান। কিন্তু খালিস্তানপন্থি নেতাকর্মীরা তাকে গুরুদুয়ারায় ঢুকতে দেয়নি।

কানাডার মাটিতে শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় কানাডা ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে স্কটল্যান্ডে ভারতীয় দূতের সঙ্গে এমনটা ঘটল। বিষয়টি স্কটল্যান্ড পুলিশকে জানানো হয়েছে। এরপর বিষয়টি যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কাছেও তুলে ধরেছে ভারত।

ঘটনার বিস্তারিত জানিয়ে খালিস্তানপন্থি এক কর্মী বলেছেন, তারা জানতে পারেন, গ্লাসগো গুরুদুয়ারার কমিটির সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা ছিল দোরাইস্বামীর।ঘটনার বিস্তারিত জানিয়ে খালিস্তানপন্থি এক কর্মী বলেছেন, তারা জানতে পারেন, গ্লাসগো গুরুদুয়ারার কমিটির সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা ছিল দোরাইস্বামীর।

ওই কর্মী বলেন, যেটা ঘটেছে তা নিয়ে গুরুদুয়ারা কমিটি খুব একটা খুশি নয়। কিন্তু ভারতীয় কোনো কর্মকর্তাকে যুক্তরাজ্যের কোনো গুরুদুয়ারায় স্বাগত জানানো হবে না।

ওই কর্মী আরও বলেন, ‘আমরা যুক্তরাজ্য-ভারত সম্পর্ক নিয়ে বিরক্ত। হারদীপ সিং নিজ্জার হত্যার পর সাম্প্রতিক উত্তেজনায় ব্রিটিশ শিখদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। অবতার সিং খান্ডা ও জগতার সিং জোহলের ক্ষেত্রেও এমনটা করা হয়েছে।’

চলতি বছরের জুনের শুরুতে যুক্তরাজ্যে খালিস্তান লিবারেশন ফোর্স (কেএলএফ) -এর প্রধান ও খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিংয়ের প্রধান আশ্রয়দাতা অবতার সিং খান্ডা বার্মিংহামের একটি হাসপাতালে মারা যান।

তিনি খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার এড়াতে চলতি বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ৩৭ দিন পাঞ্জাবে লুকিয়ে থাকতে সাহায্য করেছিলেন।

অন্যদিকে জগতার সিং জোহল ২০১৭ সাল থেকে দিল্লির তিহার জেলে খালিস্তানিপন্থি গোষ্ঠীর সাথে জড়িত থাকার অভিযোগে বন্দি রয়েছেন।

খালিস্তান আন্দোলনের কর্মী-সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ডে সম্প্রতি ভারত–যুক্তরাজ্য সম্পর্কে কিছুটা প্রভাব পড়েছে। তারা বিভিন্ন সময় যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশন ও কনস্যুলেটের বাইরে বিক্ষোভ করেছে।

চলতি বছরের শুরুর দিকে খালিস্তানিদের একটি দল ভারতীয় হাইকমিশনে ভাঙচুর চালায়। তারা হাইকমিশনের আঙিনা থেকে ভারতীয় পতাকা নামিয়ে ফেলার চেষ্টা করে।

চলতি বছরের জুন মাসে কানাডায় খালিস্তান আন্দোলনের নেতা ও দেশটির একটি গুরুদুয়ারার প্রধান হারদীপ সিং নিজ্জারকে গুরুদুয়ারার সামনেই গুলি করে হত্যা করা হয়। গত ১৮ সেপ্টেম্বর দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ওই হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত। এই অভিযোগের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়।



 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত