সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশ: ১২ জুন ২০২৪, ১৭:২৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) আবু নাইম বলেন, তিশা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বাসটি মেঘনাঘাট টোল প্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তড়িঘড়ি করে বাস থেকে নেমে যান।
এ সময় ফায়ার সার্ভিস, টোল প্লাজা কর্তৃপক্ষ, চালক, হেলপারসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দাবদাহে ইঞ্জিন গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটেছে বলে আমরা ধারণা করছি। তবে এতে যান চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত