সুন্দরী গ্রাম আমার- তানিয়া রহমান প্রেমা 

  প্রেমা রহমান

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২১

"সুন্দরী গ্রাম আমার"
                 ✍️তানিয়া রহমান প্রেমা 

        সুন্দরী গ্রাম আমার মনোমুগ্ধকর 
        গাছপালা- নদীনালা কত সুন্দর।

        ক্ষেত ভরা ধান আর পুকুর ভরা মাছ
         নানা রঙ-রূপ বদলে কাটে বরোমাস।

         বর্ষায় জল এসে ডুবে শত ঘর
        বৈশাখে ঘর ভাঙ্গে নিষ্ঠুর ঝড়।
         
         শরতে কাশফুলের শুভ্রতার মায়া
        ফুলফোটা,পাখিডাকা বসন্তে দেয় সরষের ছায়া।

         গ্রীষ্মের রুদ্রতাপে উষ্ণতায় ভরা
         চৈত্রের রুক্ষতায় লেগেই থাকে খড়া।

         জৈষ্ঠ্যের মধুমাখা রসালো ফলের মেলা
         শ্রাবণে মেঘের ডাকে বাড়ে বৃষ্টির খেলা।

         ভ্রমরের গুনগুনে ফাল্গুনী হাওয়া 
         শীতের সকালে জমে শিশিরের ধোঁয়া।

         অদূরে নদীর তীরে মাঝির কন্ঠে গান
          রাখালের বাঁশির সুরে জুড়ায় মনো-প্রাণ।

         ফসল ফলানো মাঠে বড়ই সুন্দর
          কৃষকের বিশুদ্ধ হাসি,

          সব মিলে গ্রাম যেন সুন্দরী সাজ
          তাইতো এই গ্রামেটাকে ভীষণ ভালোবাসি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত