সুন্দরবনে ১২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১৯:২৫ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১২:১২

সুন্দরবন থেকে হরিণের মাথা ও মাংসসহ মোঃ আক্তার (৩০) নামের এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার রাতে সুন্দরবন সংলগ্ন নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি হরিণের মাথা ও ১২ কেজি মাংস জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত হরিণ শিকারিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। আটক মোঃ আক্তার খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান এলাকার বকস গাজীর ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ মোঃ আক্তারকে আটক করা হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মাংসসহ আটক শিকারিকে বন বিভাগের নলিয়ান অফিসে হস্তান্তর করেছি। সুন্দরবনের বন্য প্রাণি রক্ষায় কোস্টগার্ডের এ ধরণের চেষ্টা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত