সুনীল শর্মাচার্য এর ছড়া

  সুনীল শর্মাচার্য

প্রকাশ: ৬ জুন ২০২১, ১১:১৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৮

১.

সময় বদল
সকাল দুপুর,
আকাশ বাতাস
বাজায় নূপুর!

আজকে বহাল
কালকে ফুরুৎ,
ভাবলে সময়
কখন উড়ুৎ!

সময় বদল
সকাল দুপুর,
খেয়াল বেহাল
ভাবনা পুকুর!

২.

চাল নেই,চুলো নেই
ঘর নেই, বাড়ি নেই
মাথা গোঁজা ঠাঁই নেই
ভবঘুরে ভবঘুরে---
দেশ বিদেশ ঘর,
আপন ভুবন জুড়ে!


জাত নেই, পাত নেই
টাকা নেই,মামা নেই
বাঁধা নেই,থামা নেই
ভবঘুরে ভবঘুরে---
দেশ বিদেশ ঘর,
আপন ভুবন জুড়ে!

পরিচয় জানা নেই
দেশ নেই,মাটি নেই
ঘুরে ঘুরে দিশা নেই
ভবঘুরে ভবঘুরে---
দেশ বিদেশ ঘর,
আপন ভুবন জুড়ে!

৩.

থোর বড়ি খাড়া
দিন হলো সারা,
রাতে চুপ পাড়া
বুক দেয় নাড়া!

৪.

চারদিকে কৌতুক
নাচে কেউ ছৌ-টুক,
নেয়,দেয় যৌতুক
বর-বউ মৌ-ভুখ!

৫.

চৌকিদার বলে, সজাগ থাকো
চোরকে বলে, চুরি করো,
এই সমাজে দেখছি এটাই
বাঁশের চেয়ে কঞ্চি দড়!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত