সিলেটে যাত্রীবাহী বাস ভাঙচুর ও আগুন দেয়ার চেষ্টা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:০৭ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কেন্দ্র করে সিলেটে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করা হয়েছে। তবে আগুন দেওয়ার চেষ্টা করলে নিভিয়ে ফেলেন চালক ও গাড়ির সহকারীরা। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসের জানালা দিয়ে লাফিয়ে বাস থেকে নেমে পড়েন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল-হুমায়ুন রশিদ চত্বর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যান।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা সিলেট-ঢাকা মহাসড়কের অতির বাড়ি এলাকায় অবস্থান নেন। এসময় তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যখনই কোন গাড়ি দেখতে পায় তারা তাকে ধাওয়া দিচ্ছেন। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ঘটছে।

এছাড়া দক্ষিণ সুরমার চন্ডিপুলে শ্যামলী পরিবহনের একটি বাস ভাঙচুরের পর আগুন দেওয়ার চেষ্টা করেন অবরোধকারীরা। পুলিশ এলে তারা পালিয়ে যান। এ সময় মিজানুর রহমান ও সাবুল মিয়া নামে বিএনপির দুই কর্মীকে আটক করে পুলিশ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত