সিরিয়ায় সামরিক একাডেমিতে হামলায় ১০০ জন নিহত
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৩, ১০:২৫ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯
সিরিয়ার হোমস শহরে এক সামরিক একাডেমিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি বলছে, স্নাতকদের ডিগ্রি প্রদানের অনুষ্ঠানকে লক্ষ্য করে এ ড্রোন হামলা চালানো হয়েছে। ওই অনুষ্ঠানে ক্যাডেটদের পরিবার উপস্থিত ছিল। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক শক্তির মদদ আছে এমন সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, হোমসের বিরোধী নিয়ন্ত্রিত উত্তর- পশ্চিমাঞ্চল থেকে এই বিস্ফোরকবোঝাই ড্রোন পাঠানো হয়। গতকাল বিকেলের দিক অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই একাধিক ড্রোন থেকে এ হামলা চালানো হয়। এ হামলার কড়া জবাব দেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার সশস্ত্র বাহিনী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত