সিরাজদিখান সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১৮:৩১ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪
মুন্সিগঞ্জ সিরাজদিখান-ইছাপুরা সড়কে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীসহ ৩জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড় টায় টার দিকে লালবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল আরোহী সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মো. শিফাত হোসে (২৩)। অন্যরা হল সিএনজি চালক মোঃ আক্কাস (২৪) জৈনসার বাঐসার এলাকার সিএনজি যাত্রী মোঃ রাসেল (৩৫) , শিফাত শিকদার (১৫) ও সুরাইয়া আক্তার (০৮)।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ফাঁকা সড়কে উল্টা পথে দ্রুতগতিতে আসা একটি সিএনজি অটোরিক্সা টংগীবাড়ি উপজেলার কুন্ডের বাজারগামী ঢাকা মেট্রো ল-২১-৫২৪৭ নম্বরের একটি মোটরসাইকেলকে সজোড়ে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে ছিটকে পড়ে এতে চালকের মাথার কপালের অংশ থেতলে ভেঙে যায়। প্রত্যক্ষদর্শী মো. সালাউদ্দীন বলেন, ‘আমি রাস্তার পাপশে দাড়িয়ে সিরাজদিখান যাওয়ার গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এ সময়ে সড়কে দেখি একটি মোটরসাইকেল ইছাপুরার দিক থেকে সিরাজদিখানের দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একটি সিএনজি উল্টা দিকে আসলে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। তিনি আরও বলেন, ‘যে সিএনজিটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়েছে সেটি চালকসহ আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহানউদ্দিন বলেন, দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পথচারীরা। উক্ত মোটরসাইকেল ও সিএনজটি সংশ্লিষ্ট থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত