সিরাজদিখান মালখানগরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৫ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২০:১০
মুন্সিগঞ্জ সিরাজদিখান মালখানগরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সিরাজদিখান গার্লস গাইড এসোসিয়েশন কমিটির সদস্যরা। আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) মালখানগর ইউনিয়নের মালখানগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে সুবিধাবি ত শীতার্ত এলাকাবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় ৩০০ জন সুবিধা বি ত অসহায় পরিবারের মাঝে কম্বল, চাদরসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ গার্লস গাইড জেলা কমিশনার শিউলী আক্তার বলেন, গার্লস গাইড এসোসিয়েশন শুরু থেকেই মুন্গিঞ্জ জেলার বিভিন্ন এলাকায় আমরা শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় এবার মালখানগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে শীতবস্ত্র বিতরণ করেছি।
মুন্সিগঞ্জ গার্লস গাইড জেলা কমিশনার শিউলী আক্তারের সভাপতিত্বে ও সিরাজদিখান গার্লস গাইড এসাসিয়েশন সাধারণ সম্পাদক জিনিয়া সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, মালখানগর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম,সাংবাদিক গোপাল দাস হৃদয় । এ সময়ে আরোও উপস্থিত ছিলেন সিরাজদিখান গার্লস গাইড এসোসিয়েশন কমিটির সদস্যরাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত