সিরাজদিখান কুচিয়ামোড়ায় চার দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা
প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ১৭:০২ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:২২
মুন্সিগঞ্জ সিরাজদিখান কুচিয়ামোড়ার কলেজ গেইট এলাকার এক মোদী ও সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে তার বৃদ্ধা মা,স্ত্রী ও দুই শিশু কন্যাসহ পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছেন। তাঁকে উদ্ধারে পরিবারটি আইন শৃক্সখলাবাহিনী ও প্রশাসনের সাহায্য চায়। তিনি উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া মিত্র পাড়া গ্রামের মৃত রতণ শীলের ছেলে তপন শীল (৩৯)। গত ১৬ আগষ্ট নিজ ব্যবসা প্রতিষ্ঠান দোকান থেকে মালামাল আনার জন্য নিমতলার উদ্দেশে রওনা হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি নং-১০৩১(২০.০৮.২০২২ইং) আজ শনিবার বিকালে নিখোঁজের স্ত্রী তমা রানী শীল (২৬) জিডি করেন। তমা রানী শীল বলেন, আমার স্বামী গত ১৬ আগস্ট সকাল ৮টায় দোকানের মালামাল আনতে যেয়ে পথে নিখোঁজ হন। আমার স্বামী একজন মোদী ও গ্যাস ব্যবসায়ী। শারীরিক ও মানসিকভাবে একজন সুস্থ ব্যক্তি, সংসার চালাতে পারিবারিক ব্যবসায় যুক্ত হন। সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন, থানায় সাধারণ ডাইয়েরী করেছেন তমা রানী শীল। আমরা জিডির সূত্র ধরে খোঁজাখুঁজি করছি। এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত