সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল 

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ২০:৫৭ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ০১:১৭

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার আওয়ামীলীগের আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। জেলাপরিষদ মিলনায়তনে এ ইফতার দোয়া মাহফিল ও আলোচনাসভা হয়। এতে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব  শেখ লুৎফর রহমান, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক  সামসুল হক, মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবতী, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজের অধ্যক্ষ সামসুল হক,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন মিয়া, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন উপজেলার  আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ  সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ,  ব্যবসায়ী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত