সিরাজদিখান উত্তর মধ্যপাড়ায় আগুনে ৩ দোকান পুড়ে ছাই

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ১৮:৫৬ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:১৯

সিরাজদিখান উত্তর মধ্যপাড়া কাউহার এলাকায় উত্তর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত দেড়টার দিকে লাগা আগুনে ডেকোরেটর,মোদী ও কাঠের আসবাবপত্রের ৩টি দোকান পুড়ে গেছে ও আশেপাশের আরও দুইটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ব্যবসায়ীদের দাবী অগ্নিকান্ডে প্রায় ১২লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেকের ধারনা এটা পরিকল্পিত আগুন লাগার ঘটনা। নির্বাচনের রোষানল হতে পারে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আনুমানিক একটারটার দিকে উত্তর মধ্যপাড়া কাউহার  স্কুল মার্কেটে আগুন ধরে। প্রথমে পাশের বাড়ির এক মহিলা আগুন দেখতে পায়। পরে মসজিদের মাইক থেকে ঘোষনা দিলে দোকানদার ও এলাকাবাসী ছুটে আসে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই এলাকাবাসীর একঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় কয়েকজন নাম না প্রকাশ সর্তে  বলেন, রাতে স্কুল মার্কেটে আগুন লাগার কথা শুনে বাড়ি থেকে বেড় হয়ে আমরা চারদিকে খোঁজ নেই। পরে দেখি দুটো দোকানে আগুন জ্বলছে। আমরা দৌড়ে মাসজিদের মাইকে ঘোষনা দেই। পরে স্থানীয় গ্রামবাসীর  সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। যে দোকানটিতে আগুন প্রথমে দেখতে পাওয়া গেছে সেটি হলো একটি ডেকোরেশনের দরকার। ওই দোকানে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না এবং সেই দোকানটি সন্ধ্যা সারে ৬ টায় বন্ধ হয়ে যায়। 

শুনেছি  গত ২৬ ডিসেম্বর নির্বাচনে  কয়েকজনের কথা কাটাকাটি হয়েছিল ,হয়তো সেই কথা কাটাকাটির রেশ ধরে এই দোকানগুলোতে আগুন লাগানো হয়েছে। পুলিশ সুষ্ঠু তদন্ত করলে সব বের হয়ে আসবে। দোকানদার জাকির হোসেন  বলেন, ধার-দেনা করে আমি এই দোকানটি দাঁড় করিয়েছি। আমার দোকানে দুইটা ফ্রিজ ছিল। আমি আসার পর কিছু মাল বের করতে পেরেছি। ২ লক্ষ টাকার উপরে ছিল মালামাল। সব শেষ হয়ে গেছে। শ্রীনগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, রাতে উত্তর মধ্যপাড়া কাউহার স্কুল মার্কেটে আগুনের খবর পেয়ে আমরা ছুটে যাই। সেখানে ৪টির মতো দোকান আগুনে পুড়ে যায়, যার মধ্যে ৩টি বেশি ক্ষতিগ্রস্থ হয়। 

এ ব্যপারে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, উত্তর মধ্যপাড়া স্কুল মার্কেটে আগুন লাগার বিষয়ে এখনো কেউ কোণ অভিযোগ করেনি তবে ওই রাতে আগুন লাগার খবর পেয়ে সেখানে পুলিশ গিয়েছিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত