সিরাজদিখান  ইছাপুরায় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ১৯:২১ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজদিখান ইছাপুরা ইউনিয়নের হাসপাতাল রোডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ। আজ শনিবার দুপুরে   ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিযর সহ-সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম চৌধুরী বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  এ্যাডভোকেট আবুল কাশেম, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার,হেলেনা ইয়াসমিন,সুমন মিয়া,কমল কৃষ্ণ পাল, আব্দুল রশিদ রতণ,সুখন চৌধুরী অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন আওলাদ হোসেন মৃধা,ইকবাল হোসেন সুরুজ,হেলেনা ইয়াসমিন,ইকবাল হোসেন মৃধা, লুৎফর রহমান খান,মোঃ জাকির হোসেন,সুবীর চক্রবর্তী,মীর মোশারফ হোসেন সুমন,মহসিন রেজা প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত