সিরাজদিখানে ১৩ ব্যক্তিকে জরিমানা
প্রকাশ: ৫ জুলাই ২০২১, ১৯:১৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪
করোনার সংক্রমণ রোধে সিরাজদিখানে পঞ্চম দিনের লকডাউন চলছে। এ সময়ে স্বাস্থ্যবিধি অমান্য এবং অহেতুক বাইরে ঘুরাফেরা করায় ও দোকান খোলা রাখায় ১৩জন ব্যক্তিকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৫ জুলাই) সকাল থেকেই বন্ধ রয়েছে গণপরিবহন, শপিং কমপ্লেক্স, মার্কেটসহ বিভিন্ন দোকান পাট। জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ খোলা রয়েছে। সড়কে পণ্যবাহী ট্রাকসহ ছোট আকারের যানবাহন চলাচল করছে। তবে লকডাউনের পঞ্চম দিনে উপজেলায় সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশানের ৪টি ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং অহেতুক বাইরে ঘুরাফেরা করায় ১৩ জন ব্যক্তিকে ৭ হাজার ৫শ’ টাকা শ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃক্সখলা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ অলিগলিতে টহল দিচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম জানিয়েছে, করোনার সংক্রমণ রোধে জেলা উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত