সিরাজদিখানে স্বামীর স্বর্ণ-টাকা ও সন্তান নিয়ে উধাও স্ত্রী, থানায় অভিযোগ
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৩:৪১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬
মুন্সীগঞ্জ সিরাজদিখান মধ্যপাড়ার এক কৃষক স্বামীর সর্বস্ব নিয়ে সন্তানসহ পালিয়েছেন স্ত্রী। স্ত্রী ও সন্তানদের হন্যে হয়ে খুঁজছেন স্বামী মোঃ রকি। পালিয়ে যাওয়া গৃহবধূ মোসাঃ সুমাইয়া বেগম কৃষক মোঃ রকির স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের মোঃ রিয়াজ (সাড়ে ১১) বছর, মোঃ জিসান(৭) বছর, মোঃ জিহাদ (সাড়ে ৪) বছরের তিন ছেলে সন্তান আছে বলে জানা গেছে।
গত ৩ ডিসেম্বর সকাল ৮টার দিকে সন্তানদের মোস্তাফাগঞ্জ মাদ্রাসায় দিয়ে আসার কথা বলে সাড়ে ৪ বছর বয়সী ছোট ছেলে মোঃ জিহাদকে নিয়ে সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব-কাকালদী বাড়ি থেকে বের হয়ে যান সুমাইয়া। পালিয়ে যাওয়ার সময় সুমাইয়া স্বামীর আলু বিক্রির নগদ সারে তিন লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ, দামি আরো নানা পণ্যসামগ্রীসহ সাড়ে ৪ বছরের ছেলেসন্তানকে নিয়ে যান। ওই দিন সকালে বের হয়ে সুমাইয়া দুপুর ১২টা বাজেও বাড়িতে না ফিরলে নিকট আত্মীয়স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন স্বামী রকি। কোথাও খোঁজ না পেয়ে তিনি সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন।
নিখোঁজ ডায়েরিতে মোঃ রকি উল্লেখ করেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার আবুল বোসের খানের মেয়ে সুমাইয়া বেগমের সাথে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর মোঃ বাশারের প্ররোচনায় আমার সংসারে অশান্তি সৃষ্টি করিয়া আসিতেছিল তাদের সাথে প্রেম ভালবাসা চলিয়া আসিতেছিল। এরই ধারাবাহিকতায় ৩ ডিসেম্বর সকাল ৮ টার সময় আমি বাড়ীতে না থাকায় বসত ঘরে থাকা নগদ ৩,৫০,০০০/- টাকা এবং দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি করিয়া নিয়ে চলিয়া যায়। এমতাবস্থায় উক্ত ঘটনার বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের লিখিত আবেদন করি। পালিয়ে যাওয়ার ৯ দিন অতিবাহিত হওয়ার পর এখনও সুমাইয়া ঘরে ফিরে আসেনি। ওইদিন আমার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ও বাশারের মোবাইল নম্বরে কল দিলে মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়।
পরে সম্ভাব্য স্থানসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও স্ত্রী এবং সন্তাানের সন্ধান পাওয়া যায়নি। বর্তমানেও খোঁজাখুঁজি অব্যাহত আছে। এ ছাড়া গত ৯ ডিসেম্বর স্ত্রী-সন্তানের খুঁজে পেতে সিরাজদিখান থানায় লিকিত অভিযোগ করেন মোঃ রকি। সাংবাদিকদের রকি বলেন বলেন, আমার সংসার তছনছ হয়ে গেছে। আমার সব কিছুসহ ছোট ছেলেকে নিয়ে গাড়ি বিক্রি করার দালাল মোঃ বাশারের সাথে পালিয়ে গেছে স্ত্রী সুমাইয়া। সুমাইয়া আর বাশারের আমার সাথে বিয়ে হওয়ার আগে থেকেই ওদের সাথে প্রেমের সম্পর্ক ছিল।
আমি একজন কৃষক। স্ত্রী ও ছেলেসন্তানদের সুখের কথা চিন্তা করে তাদের জন্য কষ্ট করেছি। এবারের আলু বিক্রি করে সারে তিন লক্ষ টাকা সুমাইয়ার কাছে রেখে ছিলাম। এতাদিন সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ কী হয়ে গেল বুঝতে পারছি না।
এদিকে কৃষক রকির স্ত্রী নিখোঁজের ৯ দিন পার হয়ে গেলেও কোনো খবর না পাওয়ায় আসলেই নিখোঁজ নাকি পরকীয়া এ নিয়ে নানা গুঞ্জন উঠেছে উপজেলা জুড়ে। সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত